শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Reporter: MOUMITA BASAK | লেখক: HEMRAJ ALI ২০ জানুয়ারী ২০২৪ ১৬ : ০৭
দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তামিলনাড়ুর তিরুচেরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রোড শো করে তিরুচেরাপল্লীর শ্রী রঙ্গনাথস্বামী মন্দিরে যান প্রধানমন্ত্রী। তাঁকে সামনে থেকে দেখতে রাস্তায় ঢল নামে সাধারণ মানুষের। মহিলা-পুরুষ নির্বিশেষে জয়ধ্বনি দিয়ে, পুষ্পবৃষ্টি করে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান স্থানীয়রা। কালো গাড়ির সামনে পা-দানিতে দাঁড়িয়ে অভিভাদন গ্রহণ করতে দেখা যায় প্রধানমন্ত্রীকেও। এদিন রঙ্গনাথস্বামী মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরের একটি হাতিকে নিজে হাতে খাবার খাওয়ান প্রধানমন্ত্রী। গজরাজের শুঁড়ে মাউথঅর্গ্যান তুলে দেন মোদী। হাতির আশির্বাদ গ্রহণ করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। এই মন্দিরের সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের বিশেষ যোগসূত্র রয়েছে বলে মনে করেন মন্দির কর্তৃপক্ষ। রঙ্গনাথস্বামী মন্দিরে একমনে বসে তামিলনাড়ুর প্রাচীন কম্বা রামায়ণ শুনতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে।